পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ, মামলা দায়ের

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ, মামলা দায়ের

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ, মামলা দায়ের-

বেশকিছুদিন বন্ধ থাকার পর পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে অধ্যক্ষর সামনেই শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিট করেছে। এ ঘটনায় রোববার (২০ জুন) পাবনা সদর থানায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, শিক্ষার্থীকে ডেকে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও মারপিটের বিষয়ে অবগত নন বলে দাবী অধ্যক্ষর।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুন পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলাউদ্দিন সরদার আলোচনার জন্য শিক্ষার্থীদের ডেকে পাঠান। ভুক্তভোগী শরিফুল ইসলাম স্বাধীন (২২) শিক্ষকের কথায় ক্যম্পাসে যায়। শ্রেণীকক্ষে সমাজ বিজ্ঞান শিক্ষক আলাউদ্দিন সরদারের আলোচনার সময় কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে কলেজ কমিটির সহ সভাপতি রাজিব হোসেন আলিফ, সদ্য বিলুপ্ত সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তপু রায়হান, মইনুল হাসান মুন্নাসহ ৮/৯ জন বহিরাগত যুবক সশস্ত্র অবস্থায় শ্রেণীকক্ষ থেকে জোরপূর্বক বের করে নিয়ে পাশের একটি কক্ষে মারপিট করতে থাকে। এ সময় তারা স্বাধীনের ব্যবহৃত মুঠোফোনটিও ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরো বলা হয়েছে, শিক্ষক আলাউদ্দিন সরদার বিষয়টি তাৎক্ষণিক কলেজ অধ্যক্ষ বাহেজ উদ্দিনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে আসেন। তবে, তিনি স্বাধীনকে রক্ষায় কোন উদ্যোগ না নিয়ে সন্ত্রাসীদের ক্যাম্পাসে কিছু না করে বাহিরে নিয়ে পেটাতে বলেন। পরে সন্ত্রাসীরা স্বাধীনকে পার্শ্ববর্তী জুবলী ট্যাংক মার্কেটের ছাদে নিয়ে মারপিট শেষে লাথি দিয়ে ফেলে দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে পাবনা আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কাম পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

ভুক্তভোগী শরিফুল ইসলাম স্বাধীন বলেন, গত বছর গরীব ও অসহায় শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের না জানিয়ে, ওয়েব সাইটে কোন নোটিশ না দিয়েই অধ্যক্ষ এক ঘনিষ্ঠ জনের মাধ্যমে একটি তালিকা তৈরি করে এই টাকা বিতরণ করেন। আমরা অনিয়মের প্রতিবাদ জানিয়ে গত বছরের ২০ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেই। এতে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ আমাদের শিক্ষা জীবনে প্রভাব পড়বে বলেও হুমকী দেন।

যার প্রেক্ষিতে স্মাকলিপিতে স্বাক্ষর করা এইচ এম সাব্বির নামের এক সহপাঠিকেও বহিরাগত সন্ত্রাসীরা উলঙ্গ করে নির্যাতন ও ভিডিও ধারণ করে। কলেজ করোনায় বন্ধ থাকায় ক্যাম্পাসে যায়নি। ঘটনার দিন শিক্ষক ডেকে পাঠালে ক্যম্পাসে যাই। এ খবর পেয়ে তারা শিক্ষকের সামনেই মারধোর শুরু করে।

স্বাধীন আরো বলেন, অধ্যক্ষ এসে আমাকে রক্ষায় কোন উদ্যোগ না নিয়ে উল্টো বাইরে নিয়ে পেটাতে বলেন। আমি বারবার আকুতি জানালেও তিনি বিষয়টি কর্ণপাত করেননি। এক পর্যায়ে জীবন রক্ষার্থে আমি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা আমাকে তাদের টর্চার সেলে নিয়ে ব্যাপক মারপিট করে।

এইচ এম সাব্বিরকে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে তিনিও বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজ ক্যম্পাসের আশেপাশে এই সন্ত্রাসীদের বেশ কয়েকটি টর্চার সেল আছে। তাদের বিরুদ্ধে মুখ খুললেই তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। এই টর্চার সেলে অনেককেই মারপিট করা হয় বলেও তিনি দাবি করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক আলাউদ্দিন সরদার বলেন,‘আমি শিক্ষার্থীদের ডেকেছিলাম। শ্রেণীকক্ষে কথা বলার সময় অতর্কিত কয়েকজন যুবক এসে স্বাধীনকে ধরে পাশের একটি কক্ষে নিয়ে যায়। ঝামেলা আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিষয়টি অধ্যক্ষকে অবহিত করি। কিন্তু অধ্যক্ষ এসে কি করেছেন আমার জানা নেই’।

অভিযুক্ত কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক সুমন হোসেন বলেন, শরিফুল ইসলাম স্বাধীন কলেজের একটি মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে বলে অভিযোগ রয়েছে। এরই জেরে তাকে কিছু জুনিয়র শিক্ষার্থীরা  পিটিয়েছে বলে শুনেছি। তবে আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত নই।
সন্ত্রাসীদের হাতে শিক্ষার্থীকে তুলে দেয়ার অভিযোগ অস্বীকার করে পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে অধ্যক্ষ বাহেজ উদ্দিন বলেন, কলেজে ঝামেলার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। সে সময় স্বাধীনকে মারপিটের বিষয়ে জানতে চাইলে সে কিছু বলেনি। ওই শিক্ষার্থীরা পূর্ব পরিচিত এবং বিষয়টি তাদের অভ্যন্তরীন দ্বন্দ্ব। তারা স্বেচ্ছায় এক সাথে ক্যম্পাস থেকে বেরিয়ে গেছে। কলেজ ক্যম্পাসে মারপিটের কোন ঘটনা ঘটেনি। উপবৃত্তি নিয়ে অনিয়মের অভিযোগও সত্য নয়।

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, বিষয়টি আমি অবহিত, অধিকতর তদন্তের জন্য পুলিশ কাজ করছেন। অভিযুক্ত প্রমাণিত হলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এই কলেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে আসছে শিক্ষার্থীরা।