ভারতে আড়াই মাস পর হাজারের নীচে নামল দৈনিক মৃত্যু

ভারতে আড়াই মাস পর হাজারের নীচে নামল দৈনিক মৃত্যু

ভারতে আড়াই মাস পর হাজারের নীচে নামল দৈনিক মৃত্যু-

ভারতে দৈনিক সংক্রমণ সোমবার ফের ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। ১৩ এপ্রিলের পর এই প্রথমবার দেশটির দৈনিক মৃত্যু এক হাজারের নীচে নামল।

গত সাত দিন ধরে ভারতে সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। সঙ্গে সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৩ হাজার কমে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। তবে রবিবার পেয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। মাত্র ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮ জন টিকা পেয়েছেন গত ২৪ ঘণ্টায়। -আনন্দবাজার