২৪ ঘন্টায় করোনায় রেকর্ড ৮৩৬৪ জন শনাক্ত, মৃত্যু ১০৪

২৪ ঘন্টায় করোনায় রেকর্ড ৮৩৬৪ জন শনাক্ত, মৃত্যু ১০৪

২৪ ঘন্টায় করোনায় রেকর্ড ৮৩৬৪ জন শনাক্ত, মৃত্যু ১০৪

দেশে করোনায় একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল ৭ হাজার ৬২৬ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। একদিনে শনাক্তের হার প্রায় ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২৭৬ জনে। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৯৬  হাজার ৭৭০ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭০ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরও জানানো হয়, ৫৬৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়  ৩৬ হাজার ৭৮৩টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।