টিগ্রিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া সরকার

টিগ্রিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া সরকার

টিগ্রিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া সরকার-

টানা প্রায় আট মাসের ব্যাপক সংঘাতের পর পর টিগ্রি এলাকায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার। এই যুদ্ধবিরতি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে শান্তি ফিরে আসতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। 

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির সংবাদ দিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে টিগ্রিতে যুদ্ধ শুরু হওয়ার পর এই যুদ্ধবিরতিতে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক অবাক হয়েছেন। গত আট মাসে সেখানে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমি আশাবাদী যে যুদ্ধবিরতি দেশটিতে শান্তি প্রক্রিয়া ফিরে আসবে।’

এদিকে, সরকারি সেনা চলে যাওয়ার পর টিগ্রির রাজধানী মেকেলের স্থানীয় বাসিন্দারা আনন্দ উচ্ছাস করেছে। -ইউএনবি