পাবনা পৌরসভার দেড়শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

পাবনা পৌরসভার  দেড়শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

পাবনা পৌরসভার দেড়শ’ কোটি টাকার বাজেট ঘোষণা

পাবনা পৌরসভার দেড়শ’ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(২৯ জুন) সকালে পৌর মেয়রের কার্যালয়ে  নান্দনিক শহর গড়ার প্রত্যয়ে ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন নবনির্বাচিত পাবনা পৌর  মেয়র শরীফ উদ্দিন প্রধান। বাজেটে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা হয়েছে। মেয়র শরীফের এটি প্রথমবারের পাবনা পৌরসভার বাজেট ঘোষণা। বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমাণ ধরা হয়েছে।

বাজেটে রাজস্ব আয় ৩৫ কোটি ৫৪ লক্ষ টাকা, উন্নয়ন আয় ১০৮ কোটি ৯২ লক্ষ টাকা, মূলধন ৩ কোটি ৮৪ লক্ষ টাকা, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ১৩ কোটি ৪০ লক্ষ, মূলধন ব্যয় ৩ কোটি ৫৫ লক্ষ, সম্ভাব্য সমাপনী স্থিতি ৩৩ কোটি ৭৩ লক্ষ টাকা ধরা হয়েছে।

পাবনা পৌরসভা আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৗর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন,‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন। শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে পাবনা পৌর সভাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে রাতদিন শ্রম দিচ্ছি। পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ বিভিন্ন ব্যক্তি ও  সংস্থার সহযোগিতায় পাবনা পৌরবাসী কষ্ট লাঘব করে একটি উন্নত মডেল শহর  গড়ে তুলব। পৌর মেয়র নয় পৌরবাসীর সেবক হিসেবে কাজ করছি’।