অবশেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি

অবশেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি

অবশেষে বার্সেলোনা ছাড়ছেন মেসি-

লিয়োনেল মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার। এর ফলে মেসির অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তিনি এখন মুক্ত। তবে বার্সেলোনা এখনও আশাবাদী, নতুন করে সই করিয়ে তারা মেসিকে ক্লাবে রাখতে পারবে। কিন্তু অনেকেই মনে করছেন, এটা কার্যত অসম্ভব। ফলে বার্সেলোনায় মেসি যুগের অবসান হতে চলেছে।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর মেসিকে রাখতে গেলে ৩০ জুনের মধ্যে তাঁকে সই করাতে হত। কিন্তু বার্সেলোনা তা করতে পারেনি। ফুটবলের দলবদলের পরিভাষায় মেসি এখন ‘ফ্রি এজেন্ট’। এর ফলে তিনি এখন যেকোনও ক্লাবে অনায়াসে সই করতে পারবেন।

বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন তাঁরা নতুন করে মেসিকে সই করাবেন। কিন্তু তাতে বেশ কয়েকটি অসুবিধা আছে। মেসি যে পরিমাণ টাকা চাইছেন, সেটা বার্সা চাইলেও দিতে পারবে না। কারণ, স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়ম অনুযায়ী তা আইনে আটকাবে। তা ছাড়া এমনিতেই বার্সিলোনার আর্থিক অবস্থা একেবারেই ভাল নয়। -আনন্দবাজার