পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন

পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন

পশ্চিমবঙ্গে সিনেমা হলে আগুন-

পশ্চিমবঙ্গের একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রাবর (০২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিখ্যাত প্রেক্ষাগৃহ ‘মিনি জয়া’য় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফায়র সার্ভিসের ১০টি ইঞ্জিন। ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে থাকে। ভিতরে এক মহিলা আটকে ছিলেন। তাঁকে দ্রুত বাইরে বের করে আনা হয়। আহত হয়েছেন তিনি। আরও একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ব্যাপক ক্ষতিগ্রস্ত ‘মিনি জয়া’ এবং লাগোয়া ‘জয়া’ – ২ টি সিনেমা হলই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে বলে খবর।  

ফায়ার সার্ভিস সূত্রে খবর, সিনেমা হলের পাশে একটি বিউটি পার্লারই সম্ভবত আগুনের উৎস। অগ্নিকাণ্ডের জেরে সিনেমা হলের দারোয়ান এবং তাঁর স্ত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্ত্রীর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। সিনেমা হল বন্ধ থাকায় বেশি আহতের সংখ্যা বেশি হয়নি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে ফায়র সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা করেন। তবে আশঙ্কা ছড়িয়েছে। কারণ, লেকটাউনের এই এলাকা জনবহুল এবং ঘিঞ্জি। তাই আগুন আশেপাশে ছড়িয়ে পড়া এবং আরও বেশি ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা। তা এড়াতে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছে। -সংবাদ প্রতিদিন