ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম Covaxin?

ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম Covaxin?

ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম Covaxin?

কোভিড সংক্রমণ রুখতে দেশজুড়ে গণটিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। কিন্তু ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে দেশজুড়ে বিতর্ক দানা বেঁধেছে। কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, টিকার তিন দফার ট্রায়াল শেষ হওয়ার আগেই তা ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছিল। এবার সেই তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে। স্পষ্ট হয়ে গেল, করোনা সংক্রমণের বিরুদ্ধে ঠিক কতটা কার্যকর এই টিকা? জানা গেল, ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে কতটা কাজে দেয় এই টিকা।

কী জানাচ্ছে টিকার তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল?

  • করোনা সংক্রমণ রুখতে কোভ্যাক্সিন প্রায় ৭৭.৮ শতাংশ কার্যকর।
  • টিকা উৎপাদক সংস্থা ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন।
  • সার্স কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এই টিকা। ডেল্টা ছাড়া B.1.617.1 (কাপা), B.1.1.7 (অ্যালফা), B.1.351 (বিটা), P2- B.1.1.28 (গামা) ভ্যারিয়েন্টের উপরও কার্যকর কোভ্যাক্সিন।
  • কোভ্যাক্সিনের ট্রায়ালকে দেশের সবচেয়ে বড় ট্রায়াল বলে দাবি করেছে ভারত বায়োটেক। ১৮-৯৮ বছর বয়সি ২৫ হাজার ৭৯৮ জনের উপর ট্রায়াল চালানো অন্যান্য টিকার তুলনায় এই ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার হার কম বলে জানানো হয়েছে প্রস্তুতকারক সংস্থার তরফে। টিকা প্রাপকদের মধ্যে ১২ শতাংশের মধ্যে হালকা জ্বর বা মাথা ব্যথার মতো অতি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাছাড়া ০.৫ শতাংশ টিকা প্রাপকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর ছিল।
  • দ্বিতীয় ডোজ নেওয়ার পর দু’সপ্তাহ পরে ১৬,৯৭৩ জনের মধ্যে মাত্র ১৩০ জনের শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে।
  • ইতিমধ্যে ব্রাজিল, ফিলিপিন্স, ইরান, মেক্সিকো-সহ ১২টি দেশে কোভ্যাক্সিনকে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে।
  • গোটা বিশ্বে জরুরি ব্যবহারে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছে ভারত বায়োটেক।

 

  সূত্র: সংবাদ প্রতিদিন