মাইকিং করে হাট বসানোর অভিযোগ, চাটমোহরের সাপ্তাহিক হাটে ব্যাপক জনসমাগম

মাইকিং করে হাট বসানোর অভিযোগ, চাটমোহরের সাপ্তাহিক হাটে ব্যাপক জনসমাগম

লকডাউনের মধ্যেও পাবনার চাটমোহর উপজেলার কোরবানির পশুর হাটে জনসমাগম করে পশু কেনা বেচা

পাবনা প্রতিনিধি:ব্যাপক করোনার ঊর্ব্ধগতির মধ্যে বিধিনিষেধাজ্ঞা অমান্য করে কঠোর লকডাউনের মধ্যেই মাইকিং করে হাট বসানোর অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।

রোববার (০৪ জুলাই) পাবনার চাটমোহর উপজেলার অমৃতকু হাটে ব্যাপক জনসমাগম করে হাটে কেনাবেচা হয়। যেখানে মানা হয়নি কোনো স্বাস্থবিধি বা সামাজিক দূরত্ব। এদিন ওই হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে কাঁচা সবজি নিয়ে ব্যবসায়ীরা এসেছেন হাটে। দোকান বসিয়ে বেচাকেনা করছেন। ক্রেতাদের ভিড়ও ছিল লক্ষ্যনীয়। গা ঘেঁষাঘেষি করে ক্রেতারা চলাচল ও কেনাকাটা করছেন। অনেকের মুখে মাস্ক থাকলেও, বেশিরভাগই থুঁতনির নিচে নামানো। সামাজিক দূরত্ব বা স্বাস্থবিধি মানা নিয়ে তাদের মধ্যে কোনো ভ্রক্ষেপ ছিল না।

পশুর হাটে গিয়ে দেখা যায়, ছাগল কেনাবেচায় উপচে পড়া ভিড়। দেখে বোঝার উপায় নেই দেশে কঠোর লকডাউন চলছে। সেখানেই সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো কিছুই চোখে পড়েনি।

সবজি কিনতে আসা উপজেলার ডিবিগ্রামের আক্কাস আলী বলেন, ‘মাইকিং শুনলেম, এই হাট আজক্যা বসপি। বাড়িত কাঁচা তরকারি কিছু নাই। এহন হাটের দিন যদি না কিনি কবে কেনবো। তাই আইছি হাটে। মুখের মাস্ক নিচে কেন জানতে চাইলে বলেন, দম বন্ধ হয়া আসে, গরমে তাই নিচে রাখছি।’

ছাগল হাটে ছাগল বিক্রি করতে আসা ছাইকোলা গ্রামের মনিরুল ইসলাম বলেন, ‘ভাবছিল্যাম, কঠোর লকডাউনের মধ্যি হাট বসপিনানে। কিন্তু গিরামের কয়েকজন কইলো, মাইকিং হইছে, হাট বসিপিনি। তাই ছাগলডা বেচপের আইছি। করোনায় তো কাজ কাম কিছু করবেন পারতিছি না। ছাগলডা বেইচে দেহি কিছুদিন চলা যায় নাকি।’

অভিযোগের বিষয়ে হাটের ইজারাদার মহরম মল্লিক বলেন, ‘হাটতো বসবেই, এটাতে তো আর বাধা নিষেধ নাই। আর মানুষ হয়তো ভাবতে পারে, হাট বসবে কি না। সেটার জানানোর জন্য মাইকিং করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা হাটে এসে দেখে গেছে। মানুষকে দূরত্ব বজায় রেখে, মাস্ক পড়ে বেচাকেনার জন্য নির্দেশনা দিয়ে গেছেন। কয়েকজনকে জরিমানাও করেছেন। আমরা চেষ্টা করছি যাতে করোনায় মানুষকে সচেতন রাখা যায়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সৈকত ইসলাম বলেন, ‘ইজারাদার কাজটি ঠিক করেননি মাইকিং করে। তিনি ভেবেছিলেন হয়তো হাটে লোক হবে না। তারপরও জানার পর বিজিবি নিয়ে হাটে অভিযান চালানো হয়েছে।সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মানতে ক্রেতা-বিক্রেতাদের আহবান জানানো হয়েছে। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।’