কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৩৪

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে  ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৩৪

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৩৪-

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ও ৩ জনের করোনা উপসর্গ ছিল। হাসপাতালের ২শ বেডের বিপরিতে করোনা পজেটিভ নিয়ে ১৮৭ ও করোনা উপসর্গ নিয়ে ৮৭ মোট ২৭৪ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৮০১ জনের নমুনা পরিক্ষা করে ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.২১ শতাংশ।

চলমান ৭ দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছে না তারা। এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ৫৭জনের কাছ থেকে  ৪৩ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।