পাবনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৩৪৮, মারা গেছেন আরো ৪জন

পাবনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৩৪৮, মারা গেছেন আরো ৪জন

পাবনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৩৪৮, মারা গেছেন আরো ৪জন-

পাবনা প্রতিনিধি: পাবনায় একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। যেটি বিগত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। এরমধ্যে ঈশ্বরদী উপজেলাতেই ২২৫ জন আক্রান্ত হয়েছেন। আরো মারা গেছেন ৪ জন। আগের যে কোন দিনের চেয়ে বিগত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে বলে পাবনা সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জানিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। করোনায় আক্রান্তের হার ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে।

মৃতদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে মারা গেছেন।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন-আমিনপুন থানার চরগোবিন্দপুর এলাকার রমজান আলীর ছেলে জামাল আহমেদ (৮০), আমিনপুর থানার তালিমনগর মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন আহমেদ (৬৫), সদরের রাঘবপুর অ লের শাহিদা আক্তার (৫২)। এছাড়াও করোনায় রাজশাহী মেডিকেলে কলেজে মৃত ব্যাক্তি পাবনার সুজানগর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে হামিদুল ইসলাম (৬৫)।

পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাবনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ১৪৯৮ জনের প্রাপ্ত ফলাফলে পজিটিভ এসেছে ৩৪৮ জনের। সংক্রমণের হার ২৩.২৩%। 

এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৪৩ জন। মারা গেছেন মোট ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার জন।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, জনসাধারণের মধ্যে পুরোপুরি সচেতনতা না আসা পর্যন্ত করোনা মোকাবিলা করা সম্ভব নয়। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু না হওয়ায় করোনা রোগীদের চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। আমাদের নিজেদের জন্য পিসিআর ল্যাব না থাকায় অন্য জেলায় পাঠাতে হচ্ছে নমুনা। সেখানে অতিরিক্ত চাপের কারণে এই রিপোর্ট পেতে দেরি হচ্ছে। তবে পাবনা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। অচিরেই সমস্যার সমাধান হবে।

এ পর্যন্ত সিভিল সার্জন দপ্তরের হিসেবে মারা গেছেন ২৭ জন। আসলে মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। সিভিল সাজনের তথ্য মতে, পাবনা জেনারেল ২৫০-বেড হাসপাতালে ইয়োলো জোনে ৭৮ এবং রেড জোনে ভর্তি রয়েছে ২২ জন। জেনারেল হাসপাতালে ২২ জন পজেটিভ রোগীসহ ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পজেটিভ রোগী ভর্তি আছে ৪৮ জন।

এদিকে অসংখ্য টেস্ট পজেটিভ রোগী তারা তাদের রোগ গোপন রেখে সাধারণ মানুষের মধ্যে অবাধে চলাফেরা করছেন। তাদের দেখভাল করা হচ্ছে না। ফলে মানুষ অবারিতভাবে আক্রান্ত হচ্ছেন।