যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান করছেন রোগীরা- ছবি: তামান্না ফারজানা

যশোর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যশোর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। 

তিনি আরও বলেন করোনায় মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও বাকী ৫ জন মহিলা,এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজন মহিলার। এদের সকলের বয়স ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।

করোনায় মৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুরের বাসিন্দা দীন মোহাব্বতের স্ত্রী মনোয়ারা, একই এলাকার ছুটিপুরের বাসিন্দা আসলামের স্ত্রী জোহরা, যশোর ঝিকরগাছার বেনেয়ালী গ্রামের সিরাজুলের স্ত্রী হামিদা, নড়াইল লোহাগড়ার রামকান্তপুর গ্রামের জলিল শেখের ছেলে সুফিয়া, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা বিজন বাহাদুরের স্ত্রী নিমা মন্ডল, একই জেলার নতুন উপশহর আড়পাড়া এলাকার জিরান্দী মোল্লার ছেলে হোসেন আলী। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা নার্গিস।