ভারতে ফের কমলো আক্রান্ত ও মৃত্যু

ভারতে ফের কমলো আক্রান্ত ও মৃত্যু

ভারতে ফের কমলো আক্রান্ত ও মৃত্যু

ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় ৭২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েয়ে ৩৭ হাজার ১৫৪ জন।  একসপ্তাহ পর আক্রান্তের সংখ্যা  ৪০ হাজারের নিচে নামায় কিছুটা স্বস্তিতে ভারত 

 স্বাস্থ্যমন্ত্রলয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। রবিবারও এই সংখ্যা ছিল ৪১ হাজারের বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৭২৪ জনের। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯ জন।

চোখ রাঙাচ্ছে করোনার একাধিক স্ট্রেন। ডেল্টা, ডেল্টা প্লাস, কাপ্পা, বিটা – সংক্রমণের শক্তিতে একে অপরকে টেক্কা দিচ্ছে যেন। এই পরিস্থিতিতে দেশেও কমবেশি থাবা বসিয়েছে নয়া প্রজাতি। তবে তারই মধ্যে করোনাযুদ্ধে একটু একটু করে এগিয়ে চলেছে ভারত। গত কয়েকদিন খানিকটা ঊর্ধ্বমুখী ছিল করোনা গ্রাফ। কিন্তু নতুন সপ্তাহের প্রথম দিন ফের তা নিম্নমুখী। ৪১ হাজার থেকে দৈনিক সংক্রমণ কমে দাঁড়াল ৩৭ হাজারে।

সূত্র: সংবাদ প্রতিদিন