কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ক এবং উপসর্গ নিয়ে আরো ১২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ৩ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন। আর এই ২শ বেডের বিপরিতে বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ২০৫ ও করোনা উপসর্গ নিয়ে ৭৪জন মোট ২৭৯ জন ভর্তি রয়েছে। অতিরিক্ত করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এখানকার চিকিৎসক ও সেবিকারা।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৯০৩ জনের নমুনা পরিক্ষা করে ৩২৫জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৯১ শতাংশ।

এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে বুধবার দিনভর অভিযান চালিয়ে ৩১জনের কাছ থেকে  ৩৫ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত।