নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

শেখ হাসিনা - শের বাহাদুর দেউবা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দেউবার নতুন নেতৃত্ব দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে।

শেখ হাসিনা বৃহস্পতিবার (২৩ জুলাই) এক অভিনন্দন বার্তায় বলেছেন, ‘পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের পার্লামেন্ট যে অপ্রতিরোধ্য সমর্থন দিয়েছে তা আপনার নেতৃত্বের ওপর দেশটির জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের বিশ্বাস ও আস্থারই সাক্ষ্য দেয়।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও নেপাল অভিন্ন স্বার্থ এবং অশীদারিত্বের ভিত্তিতে দুর্দান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।’ 

দেউবার নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান সম্পর্ক বহুমুখী সহযোগিতার সম্ভাব্য সুযোগগুলো অন্বেষণের মাধ্যমে আরও গভীরতর হবে বলে প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশে নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-এই দুটি যুগান্তকারী অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে আমাদের উদযাপনকে আরও মূল্যবান করে তুলেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল অর্থনীতি এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত অর্থনীতির ‘সোনার বাংলা’ হয়ে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার পথে রয়েছে। এসময় তিনি বলেন, নেপাল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে লাভবান হতে পারে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নেপালি কংগ্রেসের নেতৃত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা আবারও জোর দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে আরও প্রসারিত ও গভীরতর হবে। তিনি দেউবাকে তাঁর সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। -ইউএনবি