যশোরে পুকুরে ডুবে ক্যাডেট কলেজ ছাত্রের মৃত্যু

যশোরে পুকুরে ডুবে ক্যাডেট কলেজ ছাত্রের মৃত্যু

যশোরে পুকুরে ডুবে ক্যাডেট কলেজ ছাত্রের মৃত্যু-

টি আই তারেক, যশোর: যশোর পৌরসভার পুকুরে ডুবে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ফরহাদ  তানভীর (১৮) মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নৌবাহিনীর একটি ডুবুরী দল শক্রবার দিবাগত রাত ২টার দিকে তার লাশ উদ্ধার করে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দুইটার দিকে ডুবে যাওয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।  

এদিকে, নিহতের যশোর শহরের আরবপুর এলাকার বাসায় গিয়ে জানা যায়- ভোরেই তার মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।  
তানভীররা যে বাসায় ভাড়া থাকে, সেই বাসার অপর ভাড়াটিয়া বিএএফ শাহিন কলেজের শিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের জানান, মরদেহ তাদের গ্রামের বাড়ি রঘুনাথপুরে নেওয়া হয়েছে। সেখানেই দাফন হবে। 

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে যশোর পৌরপার্কের পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় ফরহাদ তানভীর। রাত ৮টা পর্যন্ত দমকল বাহিনীর ডুবুরিদল অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে। ফরহাদের বাবা আকরাম যশোর বিমান বাহিনীতে কর্মরত।