দেশে পৌঁছেছে জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা

দেশে পৌঁছেছে জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা

দেশে পৌঁছেছে জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা

কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার টিকার ডোজ ঢাকায় এসে পৌঁছেছে।শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান এসে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তা গ্রহণ করেন।এর আগে টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, জাপান বাংলাদেশকে অ্যাস্ট্রজেনেকা টিকার মোট ৩ মিলিয়ন ডোজ সরবরাহ করবে।তিনি বলেন, এটিই বন্ধুত্ব ও অংশীদারিত্বের বহিঃপ্রকাশ।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এ সময় বিভিন্ন দেশে জাপানের টিকা দেয়ার প্রসঙ্গটি উল্লেখ করে আমাদের টিকা দেয়ার অনুরোধ জানিয়েছি।’সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্স সুবিধার আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছেন।

সূত্র : ইউএনবি