ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু,নতুন শনাক্ত ২০৭-

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায়  ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ৮ জন মারা গেছে। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন, নেত্রকোনায় ২ জন, জামালপুর, টাঙ্গাইল, শেরপুর ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভে মৃতরা হলো ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), আব্দুল আওয়াল (৭২), ফুলপুর উপজেলার রহিমা খাতুন (৫০), হালুয়াঘাট উপজেলার নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁও উপজেলার মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের আব্দুল আজিজ (৭০), হামিদা খানম (৮৫), টাঙ্গাইল কালিহাতি উপজেলার হাবিবুল্লাহ (৫৮)। এছাড়াও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার সামছুল ইসলাম (৬৫), গৌরীপুর উপজেলার শামসুদ্দিন (৭০), মোতালেব (৬০), ফুলবাড়িয়া উপ জেলার শকুন্তলা (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার সুফিয়া খাতুন (৭০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুর ঝিনাইগাতি উপজেলার আব্দুর রহমান (৭৮), এবং কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০) যারা মারা গেছেন বলে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন।  তিনি আরো জানান করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত  ৪৯০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন ময়মনসিংহ জেলায়  গত ২৪ ঘণ্টায় ৬৫২ টি নমুনা পরীক্ষায় ২০৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে, শনাক্তের হার ৩১.৭৪ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায়  ১৪৯ জনের মৃত্যু হয়েছে।  জেলায় মোট ১৪ হাজার ৭৪০ জন করোনায় আক্রান্ত  এবং ১০ হাজার ৭৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন