পশ্চিমবঙ্গ : করোনায় মৃত্যুর হার ঊর্ধ্বমুখী

পশ্চিমবঙ্গ : করোনায় মৃত্যুর হার ঊর্ধ্বমুখী

পশ্চিমবঙ্গ : করোনায় মৃত্যুর হার ঊর্ধ্বমুখী

দ্বিতীয় ঢেউয়ের শেষবেলায় ফের উদ্বেগ বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে। দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১২ জন, বুধবার যা ছিল ৮২৬। আর একদিনে করোনায় মারা গেছেন রাজ্যের ১৩ জন, বুধবার তা ১০ ছিল। তবে সংক্রমণের নিরিখে চিন্তা বেশ বাড়িয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে শুধু একদিনেই নতুন করে সংক্রমিত ১১৪ জন। আর করোনাযুদ্ধে সবচেয়ে  এগিয়ে মুর্শিদাবাদ জেলা। এখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য়ে মোট করোনা রোগীর সংখ্যা ১৫, ৩১, ৬৬২। সুস্থ হয়ে উঠেছেন ১৫,০২,৭৪৮। কোভিডের কোপে  প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ১৯৩ জন। করোনার বিরুদ্ধে মোকাবিলায় সবচেয়ে এগিয়ে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পরই দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় ৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

সূত্র : সংবাদ প্রতিদিন