প্রথমদিন টিকা দেয়া হয় ২৮ লাখ

প্রথমদিন টিকা দেয়া  হয় ২৮ লাখ

শনিবারেই টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন

করোনা ভাইরাসের প্রকট কামতে সারাদেশে শনিবার (৭ আগস্ট) থেকে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি।

শনিবারেই টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২৭ লাখের বেশি মানুষকে দেওয়া হয়েছে প্রথম ডোজের টিকা। বাকিগুলো দ্বিতীয় ডোজ। গণটিকা কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে ১৫ লাখ ১৪ হাজার ৯৩৮ জন পুরুষ এবং ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা নেওয়াদের মধ্যে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৪ লাখ ৯৯ হাজার ৪৫১ জন নারী ও পুরুষ। অন্যদিকে মডার্নার টিকা নিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৭২১ জন।

চাহিদা অনুযায়ী টিকার বরাদ্দ না থাকায় অনেক মানুষকে ফেরত যেতে হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। এর মধ্যে ৫৮ লাখ ১৭ হাজার ৩৩ জন সিনোফার্মের টিকা নিয়েছেন। আর মডার্না নিয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের পাশাপাশি ৪ হাজার ৬০০টি ইউনিয়ন এবং ১ হাজার ৫৩টি পৌরসভার মোট প্রায় ১৪ হাজার কেন্দ্রে শুরু হয়েছে বিশেষ গণটিকার ক্যাম্পেইন।