টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা প্রথম দিনই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা প্রথম দিনই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা প্রথম দিনই

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে।  সেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্ব থেকে দুটি করে চার দল যোগ দেবে সেরা আট দলের সঙ্গে। ১২ দল নিয়ে হবে সুপার-১২। বাংলাদেশকে প্রথমপর্ব পার হতে হবে।

প্রথমপর্বে দুটি গ্রুপ রয়েছে। 'এ' গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডস। বাংলাদেশ পড়েছে 'বি' গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড।

উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেদিন স্বাগতিক ওমান খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ১৯ অক্টোবর বাংলাদেশ খেলবে স্বাগতিক ওমানের বিপক্ষে। ২১ তারিখে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

সুপার-১২'এর খেলা মাঠে গড়াবে ২৩ অক্টোবর থেকে। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বে প্রথম ম্যাচটি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। একইদিনে বিকেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মোকাবেলা করবে ইংল্যান্ডকে।

সুপার ১২ পর্বের খেলা গুলো হলো হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ কোন গ্রুপে খেলবে সেটা নির্ভর করবে বাংলাদেশের গ্রুপ পর্বের পারফর্মেন্সের ওপর।