রামেক হাসপাতালে আরও ১০জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ১০জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ১০জনের মৃত্যু-

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ করোনা পজিটিভ ছিলেন। চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন করোনা নেগেটিভ ছিলেন; তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।    

আজ সোমবার (২৩ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেক হাসপাতালের করেনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে  চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২২ আগস্ট) সকাল ৮ টা থেকে  সোমবার (২৩ আগস্ট)  সকাল ৮ পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার কে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।  

তিনি  আরো জানান, গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১১৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১২২ জন ভর্তি রয়েছেন। গত একদিনে রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৩৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত একদিনে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৭১টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৫৬টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা পজিটিভ আসে।