কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর সাথে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময়ে এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। সোমবার সকালে বিমানবন্দরের উত্তর গেটে আকস্মিক এই বন্দুক যুদ্ধে আরো তিনজন আহত হয়েছে বলে এক টুইট বার্তায় জানায় জার্মান সামরিক বাহিনী।

সংঘর্ষের সময় আফগান নিরাপত্তারক্ষীদের মার্কিন ও জার্মান সৈন্যরা সহায়তা করেছিলো বলে টুইট বার্তায় জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনে বলা হয়, বিমানবন্দরের বাইরে থেকে এক স্নাইপার আফগান নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে বন্দুক যুদ্ধ শুরু হয়।

ন্যাটোর দুই কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং বিমানবন্দরের সব গেট বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে দেশটি ছাড়তে ইচ্ছুক আফগান ও অন্য বিভিন্ন দেশের নাগরিকরা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন। বিপুল যাত্রীর ভিড়ে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে ন্যাটোর এক কর্মকর্তা এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।

তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাইয়ে সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকার ও তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান যোদ্ধারা।

সূত্র : রয়টার্স