সুনামগঞ্জে ৪ লাখ ২০ হাজার নকল ব্যন্ডরোলযুক্ত বিড়ি জব্দ

সুনামগঞ্জে ৪ লাখ ২০ হাজার নকল ব্যন্ডরোলযুক্ত বিড়ি জব্দ

সুনামগঞ্জে ৪ লাখ ২০ হাজার নকল ব্যন্ডরোলযুক্ত বিড়ি জব্দ

সুনামগঞ্জ মধ্যনগর উপজেলার হামিদপুর বাজারে  ভ্রমমান আদালত অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত রাজা বিড়ি  জব্দ করে। এসময় বিডির ডিলারকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪আগস্ট) দুপুরে  উপজেলার বংশীকুন্ডা(দ:) ইউনিয়নের হামিদপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মুনতাসীর হাসান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর বাজারের একটি বিড়ির গোডাউনে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪লাখ ২০ হাজার শলাকা রাজা বিড়ি জব্দ করা হয়। যার বাজর মূল্য দেড় লক্ষ্যধিক।  এসময় গোডাউনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোম্পানির মালিক বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করায় চুরান্ত বিচারটি আপাতত স্থগিত করে মালামাল স্থানীয় চেয়ারম্যান এর জিম্মায় ১ সপ্তাহের জন্য রাখেন। কোম্পানির মালিক বিষয়টির বৈধতা ১ সপ্তাহের মধ্যে প্রমান করতে না পারলে বিড়িগুলো ধংস করা হবে বলে জানান অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।