যশোরে ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে ডিবির পৃথক অভিযানে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা ,১.৫ কেজি গাঁজা,১০৬ বোতল রেকটিফাইট স্পিরিট সহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর প্রতিনিধি:যশোরে পৃথক পৃথক অভিযানে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা ,১.৫ কেজি গাঁজা,১০৬ বোতল রেকটিফাইট স্পিরিট সহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিবির ওসি রুপন কুমার সরকার জানান,২৯ আগষ্ট শার্শা উপজেলায় ও কোতয়ালী মডেল থানায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে মাদক সহ গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়,কোতয়ালী থানাধীন মন্ডলগাতি গ্রামে অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে মুমিনা খাতুন ওরফে কাজল নামে একজনকে ৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৫৩ হাজার ৫ শ টাকা।

গ্রেফতারকৃত মোমেনা খাতুন খুলনা জেলার দৌলতপুরের দেয়ানা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রাহমানের স্ত্রী। অপরদিকে  নিউমার্কেট থেকে পালবাড়িমুখী সড়কে কে.আর ডলফিন ইজিবাইক শোরুমের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী কাউসার সরদার(৪৫) কে ১০৬ বোতল রেকটিফাইট স্পিরিট সহ গ্রেফতার করে। সে চৌগাছা উপজেলার বেলেমাটিয়ার বাসিন্দা মৃত আতিয়ার রহমানের ছেলে।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫৩ হাজার টাকা। 

অপরদিকে পাইপ পট্টি এলাকা থেকে শহরের লালদীঘি পূর্ব পাড়ার বাসিন্দা মৃত অ্যাডভোকেট আজিজুর রহমান বাবুর ছেলে আরাফাত মিমি (২৬) কে ৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এছাড়া শার্শা থানার স্বরুদাহ গ্রামের মাঠপাড়ার রাস্তা থেকে দেড় কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিল মন্ডল (৬৬) ও রাব্বী হোসেন(২১)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসরাফিল মন্ডল শার্শা উপজেলার ছোট মান্দারতলার বাসিন্দা আজিবরের ছেলে, রাব্বী হোসেন একই উপজেলার স্বরুপদহ এলাকার আশরাফুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০,০০০/= (ষাট হাজার) টাকা।

গ্রেফতারকৃতরা সকলেই চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।