প্রথম টি-টুয়েন্টি খেলার জন্য ফিট আফিফ

প্রথম টি-টুয়েন্টি খেলার জন্য ফিট আফিফ

আফিফ হোসেন

অনুশীলনকালে কনুইয়ের ইনজুরিতে পড়লেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন আফিফ হোসেন। আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা থাকা আফিফ অনুশীলনের শেষ দিন বিশ্রামে ছিলেন। তবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সকল জল্পনাকে দূর করে জানিয়েছেন, আফিফ খেলার জন্য ফিট।

মাহমুদুল্লাহ বলেন, ‘আফিফ এখন সুস্থ আছে। আগামীকালের ম্যাচে খেলবেন তিনি।’ আজ ম্যাচের আগে শেষ দিনে অনুশীলন করেননি ব্যাটিং অলরাউন্ডার আফিফ। টিম ম্যানেজমেন্ট তাকে পর্যবেক্ষণে রাখতে বিশ্রাম দিয়েছিলো। সোমবার নেটে ব্যাটিং করার সময় তারকা পেসার তাসকিন আহমেদের বলে কনুইয়ে ব্যাথা পান আফিফ।

বিসিবি মেডিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, তার ইনজুরি গুরুতর নয়। ব্যাথা পাওয়া স্থানে তার কোনো স্ক্যান ও এমআরইর প্রয়োজন পড়েনি।
সূত্র : বাসস