বাংলাদেশি নূসরাত যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ

বাংলাদেশি নূসরাত যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ

নূসরাত জাহান চৌধুরী

মার্কিন ফেডারেল কোর্টে প্রথম বাংলাদেশি হিসেবে নূসরাত জাহান চৌধুরী (৪৪) জজ পদে নিয়োগ পেয়েছেন। একইসাথে জেসিকা ক্লার্ক (৩৮) এবং নীনা মরিসন (৫১) নামের আরও দুই নারীকে ইউএস ইস্টার্ন ডিস্ট্রিক্ট এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জজ নিয়োগ দেওয়া হয়েছে।

নূসরাত জাহান বেশ ক’বছর থেকেই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনগত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।ইউএস সিনেটের লিডার এবং নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর (ডেমক্র্যাট) চাক শ্যুমারের সুপারিশে নূসরাত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।