করোনার বন্ধে সাতক্ষীরায় এক স্কুলেই ৫০ বাল্যবিয়ে

করোনার বন্ধে সাতক্ষীরায় এক স্কুলেই ৫০ বাল্যবিয়ে

সংগৃহীত

সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক স্কুলে করোনার বন্ধে ৫০ বাল্যবিয়ে হয়েছে। নির্দিষ্ট কোন পরিসংখ্যান না  থাকলেও এমনটায় দাবি করছেন স্কুলের প্রধান শিক্ষক। 

খোঁজ খবর নিয়ে জানা গেছে, ২০১৯ সালে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সব শিক্ষার্থীকে বাল্যবিয়ে না করার শপথ করানো হয়। তবে করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুলটি। এই সময়ে এই স্কুলের ৫০ জন ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। জেলার প্রায় প্রতিটি স্কুলের চিত্র প্রায় একই রকম।

প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, বিদ্যালয় থেকে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে অষ্টম থেকে দশম শ্রেণি পড়ুয়া অন্তত ৫০ জন ছাত্রীর বাল্যবিয়ের কথা জানা গেছে। এদের মধ্যে ১৮ জন এসএসসি পরীক্ষার্থী ছিল। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।