সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান

নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলে দিশেহারা নিউজিল্যান্ড শতকই পার করতে পারলো না। নিজেদের সিরিজ বাঁচানোর এ ম্যাচে কিউইরা বাংলাদেশের সিরিজ জয়ের পথটিই তৈরি করে রাখলেন।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে তারা করতে পেরেছে মাত্র ৯৩ রান। ফলে ৯৪ রান তুলতে পারলেই সিরিজটি হয়ে যাবে স্বাগতিক বাংলাদেশের।

নিউজিল্যান্ডের হয়ে উইল ইয়ং সর্বোচ্চ ৪৬ রান তুলতে পেরেছেন। এছাড়া অধিনায়ক টম লাথাম ২১ ও ফিন অ্যালান ১২ রান তুলতে পারলে বাকিরা রয়েছেন একের ঘরে।

বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৪টি করে উইকেট। এছাড়া মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আর তৃতীয়টিতে নিউজিল্যান্ড জয় পাওয়ায় সিরিজ এখনো অমীমাংসিত রয়েছে।