আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর

ইরান সফরে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি। তেহরানে পৌঁছেই তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে বসেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতিসহ আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে মতবিনিময় করেছেন বলে পার্সটুডের খবরে জানা গেছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

জানা গেছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তান পরিস্থিতি। ইরান আফগানিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী প্রতিবেশী। অন্যদিকে,গত দুই দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তান ইস্যুতে তৎপর রয়েছে কাতার।

তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ওই গোষ্ঠীর সঙ্গে তৃতীয় পক্ষের যেকোনো আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।