মোদির জন্মদিনে রেকর্ড টিকাকরণ

মোদির জন্মদিনে রেকর্ড টিকাকরণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়েছে। একদিনে দেশটিতে ২ কোটির বেশি মানুষকে দেওয়া হলো করোনার টিকা। বিশেষ এই উদ্যোগের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী। টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন মোদি।

শুক্রবার ৭১-এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। দিনটিকে ‘ঐতিহাসিক’ করে তুলতে বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। 

দুপুর দেড়টার মধ্যেই এক কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২.২৫ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়। দেশবাসীর এই সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী।

টুইটারে তিনি লেখেন, আজকের রেকর্ড টিকাকরণে প্রত্যেক ভারতবাসী গর্বিত। আমি দেশের চিকিৎসক, গবেষক, প্রশাসনের কর্মীবৃন্দ, নার্স, স্বাস্থকর্মী ও প্রথমসারির করোনা যোদ্ধাদের সাধুবাদ জানাচ্ছি। যারা নিরলস পরিশ্রম করে এই টিকাকরণ প্রক্রিয়াকে সফল করেছেন। টিকাকরণের এই প্রক্রিয়াকে আরও জোরদার করে কোভিড-১৯ ভাইরাসকে হারাতেই হবে।