রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ৬ অক্টোবর শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর (সোমবার) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে এই ইউনিটের পরীক্ষা হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। প্রথম শিফটে বিজ্ঞানের গ্রুপ-১–এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। এই শিফটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিজ্ঞানের গ্রুপ-২–এর শিক্ষার্থীরা। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা তিনটায় শুরু হয়ে শেষ হবে চারটায়। এ শিফটে বিজ্ঞানের গ্রুপ-৩–এর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।

৫ অক্টোবর (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।

এ ছাড়া আগামী ৬ অক্টোবর (বুধবার) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও অনুষ্ঠিত হবে তিনটি শিফটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবার ভর্তি পরীক্ষা শুধু বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০ বহুনির্বাচনী প্রশ্ন থাকবে— সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন—মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি সঙ্গে আনা যাবে না।