বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে বলে আবাহাওয়া অফিস জানিয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করে জানান, নিম্নচাপটি উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে পারে।

তিনি জানান, নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় খুব বেশি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে ছিটেফোঁটা বা সামান্য বৃষ্টি হতে পারে।