ভারতে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ সুস্থতার হার

ভারতে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ সুস্থতার হার

ভারতে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ সুস্থতার হার

কেরালার কোভিড গ্রাফ সামান্য নিয়ন্ত্রণে আসতেই ভারতের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি। পরপর দ্বিতীয় দিন নিম্নমুখী দৈনিক সংক্রমণ। একই সাথে বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। যা কিনা গত বছর মার্চের পর সর্বোচ্চ। এই মুহূর্তে দেশের মৃত্যুহারও নেমে গিয়েছে ০.৯০ শতাংশে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৯ হাজার ৬১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৯০ জন। এই সংখ্যাটাও কম-বেশি আগের দিনের মতোই।
ভারতে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৬ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সামান্য নিয়ন্ত্রণে এসেছে কেরালার পরিস্থিতি। সেরাজ্যে এক দিনে করোনা আক্রান্ত ১৮ হাজারের কিছু কম।

সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ১ হাজার ৪৪২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ৩১৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৪৬ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৪ কোটি ৮৯ লাখেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭১ লাখের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৭ হাজার ৪৪৩ জনের।
সূত্র : সংবাদ প্রতিদিন