দেশ ত্যাগে নিষেধাজ্ঞা : পর্যবেক্ষণসহ দুদকের লিভ টু আপিল নিষ্পত্তি

দেশ ত্যাগে নিষেধাজ্ঞা : পর্যবেক্ষণসহ দুদকের লিভ টু আপিল নিষ্পত্তি

ফাইল ছবি-

তদন্ত পর্যায়ে দুর্নীতি মামলার আসামি বা সন্দেহভাজন কোনো ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞায় আদালতের অনুমতি নেয়াসংক্রান্ত হাইকোর্টের রায় এবং আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ সোমবার (২৭সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের রায় সংশোধনের কথা জানিয়ে ওই সিদ্ধান্ত দেন।

তবে হাইকোর্টের রায়ে কী সংশোধন থাকছে এবং আপিল বিভাগ কী পর্যবেক্ষণ দিয়েছেন, তা প্রকাশ্য আদালতে ঘোষণা করা হয়নি। পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দেশত্যাগে নিষেধাজ্ঞা ও বিদেশ যেতে অনুমতিসংক্রান্ত হাইকোর্টের পৃথক তিনটি রায় ও দুটি আদেশের বিরুদ্ধে দুদক পৃথক পাঁচটি লিভ টু আপিল করেছিল। ৭ সেপ্টেম্বর লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শুরু হয়। পাঁচটি লিভ টু আপিলের ওপর ১৩ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত ২৭ সেপ্টেম্বর রায়ের জন্য দিন রাখেন।