দশম রাউন্ডের ভোট গণনা শেষ, মমতার সাথে ব্যবধান বাড়ছে প্রিয়াঙ্কার

দশম রাউন্ডের ভোট গণনা শেষ, মমতার সাথে ব্যবধান বাড়ছে প্রিয়াঙ্কার

মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার দশম রাউন্ড শেষে ৩১ হাজার ৬৪৫ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে করে ক্রমেই তার সাথে ভোটের ব্যবধান বাড়ছে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।

এর আগে অষ্টম রাউন্ডে গণনা শেষে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে ছিলেন মমতা।

সপ্তম রাউন্ড শেষে ২৫ হাজার ৩১৪ ভোটে এগিয়ে থাকা মমতার প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা পেয়েছিলেন ৫ হাজার ৭১৯ ভোট। এ ছাড়া সিপিএম প্রার্থী শ্রীজীব পেয়েছেন ৫২৭ ভোট।

এ দিকে একের পর এক রাউন্ড শেষে ব্যবধান বাড়তে থাকায় কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তারা। চলছে আবির খেলা, বাজি ফাটানো। তৃণমূল কর্মী, সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। মোট ২১ রাউন্ড গণনা হবে। গণনা যত এগোচ্ছে, মমতার ভোটের ব্যবধান ততই বাড়ছে।

জানা যায়, উপনির্বাচনের ফলাফল আজই ঘোষণা করা হবে। এ ফলাফলের মধ্য দিয়ে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপদে বহাল থাকতে পারবেন কি না।

সূত্র : আনন্দবাজার পত্রিকা