গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রে নারীদের বিক্ষোভ
গর্ভপাতের অধিকার দাবিতে যুক্তরাষ্ট্রে নারীদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে গর্ভপাতে নিষেধাজ্ঞা বিষয়ক এক আইনের প্রতিবাদে হাজার হাজার নারী বিক্ষোভ করেছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে কার্যকর হওয়া ওই আইন অনুসারে সন্তান ধারনের ছয় সপ্তাহ পর নারীরা গর্ভপাত করতে পারবে না।
গত মাসে কার্যকর হওয়া এই আইন বন্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টে আবেদন করা হলেও আদালত তা প্রত্যাখান করেন।রাজধানী ওয়াশিংটন ডিসিতে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এই সময় তারা 'আমার শরীর, আমার অধিকার' বলে স্লোগান দেন।
বিক্ষোভকারীরা 'গর্ভপাত ব্যক্তিগত বাছাই, আইনি বিতর্ক নয়', 'গর্ভপাত মানবাধিকার' সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।গর্ভপাতবিরোধী এই আইন লঙ্ঘনে ১০ হাজার ডলার জরিমানার বিধান রাখা হয়েছে।
সূত্র : আলজাজিরা