২০৩০ এর বিশ্বকাপ ইসরায়েলকে আয়োজনের অনুরোধ ফিফার

২০৩০ এর বিশ্বকাপ ইসরায়েলকে আয়োজনের অনুরোধ ফিফার

২০৩০ এর বিশ্বকাপ ইসরায়েলকে আয়োজনের অনুরোধ ফিফার

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো সম্প্রতি তেল আবিব সফরে গিয়ে ইসরায়েলকে অন্যান্য আরব প্রতিবেশিদের সাথে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি। নাফতালির মুখপাত্র এক টুইট বার্তায় এমনটাই দাবি করেছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে।

নাফতালি বেনেটের সাথে বৈঠককালে ইসরায়েলকে অন্যান্য প্রতিবেশীদের সাথে বিশ্বকাপ আয়োজনের পরামর্শ দেন ইনফান্তিনো। বৈঠকে ফিফা প্রধান ইসরায়েলকে অন্যান্য আরব প্রতিবেশি বিশেষত সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে পরামর্শ দেন।

এ ব্যাপারে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটারে বলা হয়েছে, স্বাগতম জিয়ানি ইনফান্তিনো। এটা খুবই আনন্দজনক যে আপনি অন্যান্য আরব প্রতিবেশিদের সাথে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের পরামর্শ দিয়েছেন। সে লক্ষ্যে আমরা কাজ করবো বলে আশা রাখি। উল্লেখ্য, ইনফান্তিনোই এখন পর্যন্ত একমাত্র ফিফা প্রধান যিনি ইসরায়েল সফরে গেলেন।

উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকা। উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলি যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করছে। পর্তুগাল, স্পেন ও চীনও এরইমধ্যে আগ্রহ দেখিয়েছে। তবে এটি নির্ধারিত হবে ২০২৪ সালে। ২০২২ সালে কাতারে আয়োজিত হবে বিশ্বকাপ।