কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদুকের মামলা

কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর  শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদুকের মামলা

কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদুকের মামলা

আয়কর ও ভ্যাট কর্তনের নামে মিথ্যা বর্ণনায় সরকারি আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আব্দুস সালাম ,ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এর মালিক শেখ শরিফুল ইসলাম বাবু ও শাহী লাল স্টোরের মালিক আশরাফুল আলমকে আসামী করে আজ বিকালে বাদী হয়ে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদি হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জানান,প্রাথমিক অনুসন্ধানে চেক জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, গেল ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের অডিট শাখা হিসাব নীরিক্ষা করতে গিয়ে ধরতে পারে ভ্যাটের জন্য দেয়া ৯টি চেকের মাধ্যমে জালিয়াতি করে ২ কোটি ৫২ লাখ ৪৪ হাজার ১০টাকা আত্মসাৎ করা হয়েছে। চেকগুলো ইস্যু করা হয় ভেনাস প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং ও শাহীলাল স্টোর নামে দু’টি প্রতিষ্ঠানের নামে।