ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদীতে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেনকে (৩৭) প্রকাশ্যে গুলি করার ঘটনার দু’দিন পর ছাত্রলীগের সাবেক সভাপতিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর ) তার স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেন।মঙ্গলবার (১৯ অক্টোবর ) রাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামীরা হলেন-ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, তার সহযোগী শহীদ আমিনপাড়ার আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন রাসেল, আমবাগান মহল্লার ফরহাদ হোসেনের ছেলে মোঃ আলমগীর, একই মহল্লার ছইমুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও মাহাতাব কলোনির রাজ্জাকের ছেলে সোহেল ওরফে নাটা সোহেল।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় বাশেঁরহাটে দুর্বৃত্তরা শাহিন হোসেনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ শাহিন মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহতাবস্থায় তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।