দেশে মজুত আছে ১ কোটি ২৭ লাখ ডোজ করোনা টিকা

দেশে মজুত আছে ১ কোটি ২৭ লাখ ডোজ করোনা টিকা

দেশে মজুত আছে ১ কোটি ২৭ লাখ ডোজ করোনা টিকা

করোনা সংক্রমণ অনেকটায় নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ । তার মাঝে সারা দেশব্যপি চলছে করোনারভাইরাসের প্রতিরোধক হিসেবে টিকাদান কর্মসূচি। বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আনছে বাংলাদেশ। সারা দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন।

বিভিন্ন উৎস থেকে আসা ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকার মধ্যে মঙ্গলবার (১৯ অক্টোবর) পর্যন্ত ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ টিকা প্রদান করা হয়েছে। আর মজুত টিকার পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ।

মঙ্গলবার(১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন। মঙ্গলবার একদিনে দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ টিকা।