সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ‍যশোরে মানববন্ধন ও মৌনমিছিল

সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ‍যশোরে মানববন্ধন ও মৌনমিছিল

সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ‍যশোরে মানববন্ধন ও মৌনমিছিল

’মৌলবাদ,জঙ্গীবাদ,সাম্প্রদায়িক সংঘাত সহ সকল সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিকার চাই, নিরাপদ বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে মানববন্ধন ও মৌনমিছিল অনুষ্ঠিত হয়েছে ।

আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ও সম্মিলিত সামাজিক জোট জেলা সংসদের যৌথ আয়োজনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলনের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, সদস্য আহসান উল্লাহ ময়না ও ডাঃ আবদুল্লাহ, সম্মিলিত সামাজিক জোটের সভাপতি শরিফ এ মাসুদ হিমেল।

বক্তারা বলেন, বাংলাদেশে বসবাসকারী অনেকেই এখনো নিজেকে পাকিস্তানের নাগরিক ভাবে এবং পাকিস্তানি নীতি চালু করতে চাই, তারাই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। এরা স্বাধীনতা ও উন্নয়নে  বিশ্বাস করেনা। যারা বাংলাদেশের সম্প্রিতি ধ্বংস করতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।৮টি সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।