বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব

সাকিব আল হাসান

নিশাঙ্কাকে ফিরিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। ৪০ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আগের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে আফ্রিদিকে স্পর্শ করেন সাকিব আল হাসান। 

এর আগে এতোদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। তার উইকেটের সংখ্যা ছিল ৩৮টি।

শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে দুই উইকেট তুলে নেন সাকিব। তিনি লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ও আভিশকা ফার্নান্দোকে আউট করেন। সেইসঙ্গে বিশেষ এ রেকর্ড নিজের করে নেন সাকিব।

ওভারপ্রতি রান দেওয়ার গড়ে অবশ্য দুজনের তেমন পার্থক্য নেই। আফ্রিদির ইকোনমি রেট ৬.৬৩। আজ এ ম্যাচ চলার সময় সাকিবের এ সংস্করণে ইকোনমি রেট ৬.৬৫।

সর্বোচ্চ উইকেট নেওয়ার এ তালিকায় শীর্ষ পাঁচে বাকি তিনজন—লাসিথ মালিঙ্গা (৩১ ম্যাচে ৩৮), সাঈদ আজমল (২৩ ম্যাচে ৩৬) ও অজন্তা মেন্ডিস (২১ ম্যাচে ৩৫)। এঁদের মধ্যে শুধু মালিঙ্গা ও মেন্ডিসই ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন।