ইয়েমেনে ২৬৪ হুথি বিদ্রোহীকে হত্যা

ইয়েমেনে ২৬৪ হুথি বিদ্রোহীকে হত্যা

সংগৃহীত

ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়,গত ৭২ ঘণ্টার বিমান অভিযানে ধ্বংস হয়েছে ৩৬টি যানবাহন। এই অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৬২ হুতি বিদ্রোহী।মূলত আল-জাওয়াবা এবং আল-কাসারা এলাকায় চালানো হয় এই সাঁড়াশি অভিযান। চলতি মাসে প্রায় প্রতিদিনই হুতিদের শক্ত ঘাঁটি মারিবে হামলা চালাচ্ছে সৌদি জোট। গত সপ্তাহেও ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করে রিয়াদ।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ পর্যন্ত অভিযানে প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। আর বাস্তুহারা হয়েছেন লাখ-লাখ মানুষ। দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।