ম্যাচের টার্নিং পয়েন্ট জানালেন মাহমুদুল্লাহ

ম্যাচের টার্নিং পয়েন্ট জানালেন মাহমুদুল্লাহ

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে গেছে বাংলাদেশ। এই হারে ‘কার্যত’ বিশ্বকাপ থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে। এখনো সুপার টুয়েলভের দুই ম্যাচ বাকি। সামনের দুই ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন, এখনো অনেক কিছু পাওয়ার আছে এই টুর্নামেন্ট থেকে। দুই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে খেলার ক্ষীণ একটা সম্ভাবনাও তৈরি হবে। গতকাল বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলেন। 

শেষ ৭ বলে প্রয়োজন ১৩। একটা বাউন্ডারিতে সমীকরণ হয়ে যেত সহজ। এক প্রান্ত আগলে রাখা লিটন দাস সেই চেষ্টাই করলেন। ডোয়াইন ব্রাভোকে লং অনের ওপর দিয়ে মারতে চাইলেন ছক্কা। কিন্তু সীমানায় এমন কিছুর অপেক্ষাতেই ছিলেন জেসন হোল্ডার। ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ক্রিকেটার একটু লাফিয়ে মুঠোয় জমালেন ক্যাচ। মাহমুদুল্লাহর মতে, এই আউট ম্যাচের বড় টার্নিং পয়েন্ট।

মাহমুদুল্লাহর বলে, “আমার মনে হয় যে, ওই সময়টাতে আমরা যখন ব্যাট করছিলাম, আমরা ঠিকঠাকই ব্যাটিং করছিলাম। আমার আর লিটনের জুটি মোটামুটি ভালোই হচ্ছিল।”

“(আন্দ্রে) রাসেলে শেষ ওভারটার আগে, ব্রাভোর শেষ বলে যদি ছয়টা হয়ে যেত, তাহলে অনেকটা এগিয়ে যেতাম। আমার মনে হয়, ওইটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। কারণ, লিটনও থিতু ছিল। দুইজন থিতু ব্যাটসম্যান যদি শেষ ওভারে ক্রিজে থাকতে পারতাম, তাহলে অন্তত একজন শেষ ওভারে একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিংবা ইতিবাচক কিছু করতে পারতাম।”