কলকাতায় আতশবাজিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

কলকাতায় আতশবাজিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

কলকাতায় সব ধরনের আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। দীপাবলি উপলক্ষে রাতে দু'ঘণ্টা এবং ছট পুজো উপলক্ষে সকালে দু'ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দিয়েছিলো রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। কিন্তু, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশে সব নয়ছয় হয়ে গেল।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচাৰ্য ও অনিরুদ্ধ রায় কে নিয়ে গড়া ডিভিশন বেঞ্চের রায়- কালীপুজো, ছট পুজো কিংবা জগদ্ধাত্রী পুজোয় কোনো ধরণের বাজি ফাটানো যাবেনা।

গতবছরও হাইকোর্ট একই রায় দিয়েছিলো। হাইকোর্টর পর্যবেক্ষণ, এই কোভিড কালে মানুষের শ্বাসযন্ত্রের ওপর প্রচুর চাপ বাড়ছে। বাজিতে যে দূষণ ছড়াবে তা কাঙ্খিত নয়। তাই সব ধরনের বাজিতে নিষেধাজ্ঞা। হাইকোর্টের এই রায় শুনে মাথায় হাত কলকাতার কাছেই বাজিবাজার নুঙ্গি ও চম্পাহাটিতে।

বেশিরভাগ মানুষ জীবিকানির্বাহ করেন বাজি তৈরি করে তা বেচে। লক্ষ লক্ষ টাকা লোকসান হবে, তৈরি বাজি অবিক্রিত থাকবে। নুঙ্গি কিংবা চম্পাহাটির বক্তব্য, আদালত নিয়ন্ত্রিত বাজি ফাটানোর অনুমতি দিতে পারতো। তাহলে অন্তত ভাত মাংস না হোক, শাক ভাততো জুটতো।