ভারতে করোনা অ্যাকটিভ কেস গত দেড় বছরে সর্বনিম্ন

ভারতে করোনা অ্যাকটিভ কেস গত দেড় বছরে সর্বনিম্ন

ভারতে করোনা অ্যাকটিভ কেস গত দেড় বছরে সর্বনিম্ন

ভারতের করোনা পরিস্থিতিতে খানিকটা স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, করোনা অ্যাকটিভ কেস গত বছরের মার্চ মাস থেকে এই হারই সর্বনিম্ন। এই মুহূর্তে তা ০.৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে কমল কোভিডে মৃত্যুর সংখ্যা। এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তি মিলেছে বলে মত স্বাস্থ্য মহলের। তবে শীতের মৌসুম শুরুর আগে করোনা ফের নতুন করে থাবা বসাতে পারে কি না, তা নিয়ে চিন্তিত চিকিৎসকরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন, মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৫৪৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা মোট ১ লাখ ৬১ হাজার ৫৫৫, যা গত মার্চ থেকে সর্বনিম্ন। এমনই জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এখনো পর্যন্ত দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ১৭৫। শতকরা হারে যা ৯৮.১৯ শতাংশ। এখনো মোট আক্রান্ত ৩ কোটি ৪২ লাখ ৬০ হাজার ৪৭০ জন। মৃতের সংখ্যা পেরিয়েছে ৪ লাখ ৫৭ হাজার।
সুত্র : সংবাদ প্রতিদিন