যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৪৩০

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৪৩০

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৪৩০

আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবছর যশোর শিক্ষা বোর্ডের ২৯১টি কেন্দ্রে অংশ নেবে ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী।ছাত্র ৯২ হাজার ৪৪২ জন ও মেয়ে ৮৮ হাজার ৯৮৮জন। ছাত্রীদের চেয়ে ৩ হাজার ৪৫৪ জন ছাত্র বেশি অংশ নেবে।

এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫৭ হাজার ১৬৫জন ও অনিয়মিত ২৩ হাজার ৯৭১জন। পরীক্ষার খাতা কেন্দ্রে পাঠিয়ে দেয়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে অনলাইনে ফরম পুরণ কার্যক্রম চালু করে যশোর শিক্ষা বোর্ড।

শিক্ষার্থীরা ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে পরীক্ষার ফরম পুরন করে। বিকাশ, রকেটের মাধ্যমে পরীক্ষার ফিসের টাকা জমা দেয়। ১৪ নভেম্বর প্রথম দিন সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞান (তত্তীয়)। ১৫ নভেম্বর সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। দুপুর ২ টাকা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান।

১৬ নভেম্বর রসায়ন (তত্তীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্তীয়), ২১ নভেম্বর সকালে ভুগোল ও পরিবেশ,বিকেলে অনুষ্ঠিত হবে ফিন্যান্স ও ব্যাংকিং। ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্তীয়), জীব বিজ্ঞান (তত্তীয়)। ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি বিকেলে ব্যবসায় উদ্যোগ।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় কেন্দ্র সচিবদের দায়িত্ব অবহেলা কোন ভাবে মেনে নেয়া হবে না।