করোনায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজার মৃত্যু

করোনায় বিশ্বে আরও সাড়ে ৬ হাজার মৃত্যু

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে আবারও দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার বিষে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ৪ লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৭৩ জন। যা আগের দিনের চেয়ে দেড় হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনার বিষে প্রাণ হারালেন ৫০ লাখ ২৭ হাজার ৭৯৩ জন মানুষ।

একই সময়ের করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৬৮ হাজার ৪১৮ জন। যা আগের দিনের তুলনায় ৩৫ হাজারের বেশি। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৮৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এরপর রয়েছে যথাক্রমে ব্রাজিল ও ভারত।