নামিবিয়াকে ১৬৪ রানের চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড

নামিবিয়াকে ১৬৪ রানের চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড

ফাইল ছবি

টস হেরে ব্যাটিংয়ে নেমে নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেটে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। উদ্বোধনী ব্যাটার মার্টিন গাপটিল করেন ১৮ বলে ১৮ রান। আরেক উদ্বোধনী ব্যাটার করেন ১৫ বলে ১৯।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামস করেছেন ২৫ বলে ২৮ রান। তবে গ্লেন ফিলিপ ও জেমস নিশামের ব্যাটে ১৬৩ রানের লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড। ফিলিপ করেছেন ৩৫ এবং নিশাম ৩৫ রানে অপরাজিত ছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া। শুক্রবার বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডের। ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই ভারতের কাছে। এ ম্যাচভাগ্যের ওপর নির্ভর করছে কোহলিদের সেমিফাইনালে ওঠার সমীকরণ। তবে নামিবিয়ার কাছে এ ম্যাচ কেবল আনুষ্ঠানিকতার। তিন ম্যাচ হের বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের।

নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

নামিবিয়া দল : জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বিরকেস্টোক, মিচাও ডুপেরেজ, জন ফ্র্যাইলিঙ্ক, জানে গ্রিন, নিকোল লফি এটন, বার্নার্ডো স্কল, বেন সিকাঙ্গো, জেজে স্মিথ, রুবেন ট্রাম পেলমান, মিচেল ভ্যান লিনগেন, ডেভিড ওয়াইস, ক্রেইগ উইলিয়ামস এবং পিক্কি ইয়া ফ্রান্স।